
নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন ।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ইতনা গ্রামের শিক্ষক বিএম রইচ উদ্দিনের বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনিন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য লতিফা পারভিন লেবী, অজিফা খানম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম মোস্তফা মিলন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, সহ-সভাপতি চায়না খানম, যুগ্ম সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান, মহিলা নেত্রী মাহাফুজা খানম সীমা, ইউপি মেম্বর জুয়েল রানা, মহিলা মেম্বর লিমা খানম, খন্দকার সাইদুল ইসলাম, লাবু মিয়া প্রমুখ।
বক্তায় অজিফা খানম বলেন, নড়াইল ২ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারলে সকল কষ্ট ও পরিশ্রম সার্থক হবে।
সঞ্চিতা হক রিক্তা বলেন, মহিলা আওয়মী লীগের নেতাকর্মীরা নড়াইল-২ আসনের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর জন্য ভোট চেয়ে উঠান বৈঠক করছেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আপনারা সবাই কেন্দ্রে যেয়ে র্নিভয়ে ভোট দেবেন।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]