খানসামায় বই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত ৩ হাজার শিক্ষার্থী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭
খানসামায় বই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত ৩ হাজার শিক্ষার্থী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আনন্দমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনেই শুরু হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ। এই লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই সংগ্রহ করেছে। কিন্তু বই উৎসবে নবম শ্রেণির ৩১০৫ জন শিক্ষার্থীর কোন বই না পৌঁছানোর ফলে আনন্দ বঞ্চিত হয়েছে তারা।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের পহেলা জানুয়ারি বই উৎসবের জন্য উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান ৬ষ্ঠ শ্রেণীর ৪৫১০ জন, ৭ম শ্রেণীর ৪৪০৫ ও ৮ম শ্রেণীর ৪৩৬০ জন শিক্ষার্থীর জন্য বই সংগ্রহ করেছে। তবে বই সরবরাহ না হওয়ায় উপজেলার ৩১০৫ জন শিক্ষার্থী বই উৎসব বঞ্চিত হয়েছে।


অন্যদিকে উপজেলার ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে বই সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে কিছু দিনের মধ্যে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে তাদের নতুন বই তুলে দেয়া হবে।


বিবার্তা/জামান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com