
হবিগঞ্জের চুনারুঘাটে ধান ক্ষেত থেকে হারুন মিয়া (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
১ জানুয়ারি, সোমবার দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত হারুন মিয়া উপজেলার রানীগাঁও এলাকার আকবর উল্লার ছেলে। সে পেশায় একজন আইনজীবি সহকারি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চুনারুঘাট নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এসময় মৃতদেহের হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]