নরসিংদীর ৫টি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:২৫
নরসিংদীর ৫টি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে ৩৩ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।


১৮ ডিসেম্বর, সোমবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।


প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি মোহাম্মদ নজরুল ইসলাম (নৌকা)।


স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল (ঈগল), জাতীয় পার্টির মো. ওমর ফারুক মিয়া (লাঙল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. ছবির মিয়া (ফুলের মালা), স্বতন্ত্র মো. জাকারিয়া (ট্রাক), তৃণমূল বিএনপির মো. জলিল সরকার (সোনালি আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির শাজাহান মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেস এর মো. ইকবাল হোসেন ভূঞা (ডাব)।


নরসিংদী-২ (পলাশ) আসনে ৪ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা (দোলনা), জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম (লাঙল) ও স্বতন্ত্র মো. মাসুম বিল্লাহ (ঈগল)।


নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৮ জন প্রার্থী হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফজলে রাব্বি খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা (ঈগল), জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির মো. আলতাফ হোসেন (আম), ইসলামি ঐক্য জোটের মো. নুরুজ্জামান (মিনার), গণফোরামের মো. মাহফুজুর রহমান (উদীয়মান সূর্য) ও তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ (সোনালি আঁশ)।


নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ৪ জন প্রার্থী হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান এমপি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান বীরু (ঈগল), জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন (লাঙল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভুলন (ছড়ি)।


নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৯ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (ঈগল) ও মো. সোলায়মান খন্দকার (কাচি), জাতীয় পার্টির মো. শহিদুল ইসলাম (লাঙল), ইসলামি ঐক্যজোটের মুফতী আব্দুল কাদের মোল্লা (মিনার), বাংলাদেশ কংগ্রেস এর মমতাজ মহল (ডাব), গণফ্রন্টের মো. নাজমুল হক শিকদার (মাছ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মো. বিটু মিয়া (টেলিভিশন), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর মো. মাহফুজুর রহমান (মশাল)।


প্রতীক বরাদ্দ দেয়ার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার। প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা শুরু করার কথা জানান দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পাওয়ার উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে।


বিবার্তা/কামার/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com