কুড়িগ্রামে ভিক্ষুক বেশে পালিয়েও আসামির শেষ রক্ষা হয়নি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:০৫
কুড়িগ্রামে ভিক্ষুক বেশে পালিয়েও আসামির শেষ রক্ষা হয়নি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক থাকা আসামি মোঃ চান মিয়া (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। চান মিয়া উলিপুর উপজেলার হায়াৎ খাঁ এলাকার বাসিন্দা।


১৮ ডিসেম্বর, সোমবার গ্রেফতারের বিষয়টি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন।


এর আগে গতকাল রবিবার রংপুর নগরীর লালবাগ এলাকায় চান মিয়াকে ভিক্ষা করার সময় হাতেনাতে আটক করে পুলিশ।


পুলিশ জানায়, আসামি চান মিয়ার নামে ২০০৮ সালে উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও মালামাল চুরির মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত চান মিয়াকে আদালত দোষী সাব্যস্ত করে ২০১৫ সালে তিন বছর সাজা প্রদান করেন। সাজার ভয়ে ভিক্ষুক বেশে তিনি বিভিন্ন জেলায় বিভিন্নভাবে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন।


পরবর্তীকালে দীর্ঘদিন ধরে উলিপুর থানা পুলিশের একটি দল উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় উলিপুর থানা পুলিশ উক্ত আসামির অবস্থান শনাক্ত করে রবিবার (১৭ ডিসেম্বর) তারিখ রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় গ্রেফতার করে।


কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিল। উলিপুর থানা পুলিশের চৌকস তদন্তে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com