বাগেরহাট ৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১০
বাগেরহাট ৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মোংলা-রামপাল (বাগেরহাট ৩) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুন নাহার নৌকা, স্বতন্ত্র’র (আওয়ামী লীগের বিদ্রোহী) ইদ্রিস আলী ইজারদার ঈগল পাখি, তৃণমূল বিএনপি’র ম্যানুয়েল সরকার সোনালি আঁশ, জাতীয় পার্টির মনিরুজ্জামান মনির লাঙল, জাসদের নুরুজ্জামান মাসুম মশাল ও বিএনএম’র সুব্রত মন্ডল নোঙর প্রতীক পেয়েছেন।


১৮ ডিসেম্বর, সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার মোহা. খালিদ হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।


এবারের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হাবিবুন নাহারের বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। এ দলেরই স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার। আর নতুন করে এ আসনে মনোনয়ন পেয়েছেন তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার।


এ আসনে ৭জন প্রার্থী হয়েছেন। তারমধ্যে একদলেরই দুইজন আওয়ামী লীগের নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ঈগল পাখি প্রতীকই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com