খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫
খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চার নেতাকর্মী হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে চলছে খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ।


পিকেটিং, টায়ারে আগুন, সড়কে গাছ ও গাছের গুড়ি ফেলে অবরোধ সফল করতে মাঠে নেমেছে সংগঠনটির নেতাকর্মীরা।


১৮ ডিসেম্বর, সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে দুর-পাল্লার ও আন্তঃজেলাসহ অভ্যন্তরীণ উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।


খাগড়াছড়ি জেলা শহরেরও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও ছিল কম।


ইউপিডিএফ সমর্থকরা সর্বাত্মক ভাবে অবরােধ পালনে জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলোতে অবস্থান নিয়েছে।


এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দিনগত রাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে অনিলপাড়ায় প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ এর চার নেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সারা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।


বিবার্তা/মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com