চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১৬:৪৪
চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রথম ধাপে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদের নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহণের সামগ্রী পাঠানো হয়েছে। ভোটের দিন ভোরে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।


৭ মে, মঙ্গলবার সকালে ভোট কেন্দ্রের সরঞ্জামাদি বিতরণকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করীম এসব কথা জানান।


রিটার্নিং কর্মকর্তা জানান, জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলহাট উপজেলার ১৮৪ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রীও পাঠানো হয়েছে।


তিনি জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র‌্যাব-পুলিশের পাশাপাশি সীমান্ত এলাকার কেন্দ্রেগুলো টহলে থাকবে বিজিবি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com