আশুলিয়ায় যাত্রীবেশে বাসে আগুন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:৪০
আশুলিয়ায় যাত্রীবেশে বাসে আগুন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদস্যদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


১১ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।


পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৫-৭১৩৭) একটি বাস নবীনগর হয়ে রাজধানীর মিরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সন্ধ্যার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌছলে দৃর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুনের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com