শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসারগণ ১০ ডিসেম্বর, (রবিবার) রাতে শালিখা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ছান্দড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রুবেল হোসেন, হরিশপুর গ্রামের মৃত আলাউদ্দিন মোল্যার ছেলে খায়রুল ইসলাম, থই পাড়া গ্রামের মৃত আনন্দ বাইন এর ছেলে আনন্দ বাইন ও প্রনয় রায়ের ছেলে তনু রায়, জিতেন রায়ের ছেলে রবিন রায়, বরইচারা গ্রামের সাধন রায়, রামপুর গ্রামের মোকছেদ মোল্যার ছেলে ইসলাম, হরিশপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. ফারুখ হোসেন, পুলুম গ্রামের লিটন মোল্যার ছেলে মো. নাইম মোল্যা, রামপুর গ্রামের ইসলামের স্ত্রী জেসমিন খাতুনকে শালিখা থানার বিভিন্ন এলাকা হইতে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, আসামিদের ১১ ডিসেম্বর, সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মনিরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]