
লালমনিরহাটের কালীগঞ্জে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এতে করে প্রায় দুই ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১০ ডিসেম্বর, রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী স্টেশনের কাছাকাছি এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হলে এই পথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল ১১টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, সকালে পার্বতীপুর থেকে আসা একটি ৬৫নং কমিউটার একটি ট্রেন ভোটমারী স্টেশনের কাছে ভাঙ্গা ব্রিজে বিকল হয়ে পড়ে। লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি উদ্ধার করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/তমাল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]