শিরোনাম
হিলিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫
হিলিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।


৯ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে নয়টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়।


দিবসটি উদযাপন উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।


পরে উপজেলা অডিটোরিয়ামে হাকিমপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হুদা, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যক্ষ মামুনুর রশীদ, হাকিমপুর থানার প্রতিনিধি এসআই জুয়েল রানা, একাডেমিক সুপার ভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন প্রমুখ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আরা।


আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর কিশোরী ক্লাবের ছাত্রছাত্রীরা দুর্নীতি বিরোধী দিবসের গান পরিবেশেন করেন।


বিবার্তা/রব্বানী/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com