ময়মনসিংহে বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ৩০
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪
ময়মনসিংহে বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ৩০
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।


৭ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলা বিএনপি তাদের দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের বাধায় এ ঘটনা ঘটে।


এ সময় পুলিশের সঙ্গে দলটির স্থানীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে।


নান্দাইল থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ওঠার সময় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখন বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com