চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে মো. সাজিদ আলী (৯) নামের এক শিশু আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় উপজেলার গোড়াপাখিয়া ইউনিয়নে কেজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ১২ বছর বয়সি মো. সাজিদ আলি উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে কেজিপুরের দুরুল হুদার ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, বিকাল ৪টার দিকে বাড়ির পাশে একটি বাগানে খেলছিল সাজিদ। এসময় মাটিতে পুঁতে রাখা একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয়েছে সাজিদ। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক মুকুল হোসেন বলেন, আহত অবস্থায় শিশুটিকে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]