জয়পুরহাটে হেরোইনসহ নারী আটক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৫
জয়পুরহাটে হেরোইনসহ নারী আটক
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে অভিনব কায়দায় স্যান্ডেলের ভেতরে হেরোইন পাচারকালে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।


৩ ডিসেম্বর রবিবার দুপুরে জয়পুরহাট রেলস্টেশনে ট্রেনের একটি বগিতে তল্লাশি করে স্যান্ডেলের ভেতর থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত নারীর নাম মোতাহারা বেগম। তিনি রাজশাহী গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।


জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তার ওই নারী রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।


দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সে মাদক পাচার করছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনের একটি বগিতে অভিযান চালালে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে র‌্যাব। এরপর তার পায়ের স্যান্ডেলের তলার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থান ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com