বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, বাংলাদেশ ছাত্রলীর সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ভালো কাজ করলে সঙ্গী হবো, খারাপ কাজ করলে তাকে বর্জন করবো। আমার সঙ্গে ছিলেন বলে খারপ কাজ করবেন সেটা হবে না। তাহলে আপনার স্থান অন্য কারো হয়ে যাবে।
২ ডিসেম্বর, শনিবার বেলা ১১টায় এসএম কলেজ মিলনায়তনে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
সোহাগ বলেন, মনোনয়ন প্রত্যাশী অনেক হতে পারেন এতে সবার পছন্দ অপছন্দ থাকতেই পারে। কিন্তু মনোনয়ন দেওয়ার পর আমরা সবাই নৌকার। সুতারং সকল দ্বিধাদন্ধ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ক্ষমতার ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভেকেট আমিরুল আলম মিলন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আলী আকবর পিপি, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, নির্বাহী সদস্য অধ্যাপক মাহাফুজুর রহমান।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এমদাদুল হককে যুগ্ম আহ্বায়ক করে নির্বাচন পরিচালানা পরিষদের নাম ঘোষণা করা হয়।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]