
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ইজিবাইকের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
২৮ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজাহার আলীর ছেলে জুয়েল রানা (৩০)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে একটি ইজিবাইক গারোবাজার থেকে মোটের বাজারে যাচ্ছিল। এসময় ইজিবাইকটি নেদুর বাজার এলাকায় পৌঁছালে চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত হয় আরও তিন জন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]