রাজধানীর ফকিরাপুলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ দুজনকে আটক করেছে র্যাব-৩।
২১ নভেম্বর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফকিরাপুলের কালভার্ট রোড এলাকার একটি বাড়ি থেকে উচ্চমাত্রার বিপুল বিস্ফোরক জব্দ করে র্যাব-৩। একইসঙ্গে ওই বাড়ি থেকে সংস্থাটি মাদকদ্রব্যও জব্দ করেছে। এসময় দুজনকে আটক করা হয়।
বিজ্ঞপিতে র্যাব দাবি করেছে, নাশকতার উদ্দেশ্যে ফকিরাপুলের ওই বাড়িতে এসব বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছিল।
র্যাব-৩ এর অধিনায়ক এসব তথ্য নিশ্চত করে জানান, আগামীকাল এ বিষয়ে দুপুর পৌনে ১২টায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]