আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের সদ্য ঘোষিত তফশিল প্রত্যাহার, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা।
২০ নভেম্বর, সোমবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের এই মানববন্ধন
কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহ সভাপতি মোখলেছার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টোসহ অনেকেই বক্তব্য রাখেন ।
মানববন্ধন থেকে বক্তারা সদ্য ঘোষিত তফশিল প্রত্যাহার, গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বাংলাদেশ জাসদের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিবার্তা/গোফরান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]