বিএনপি-জামায়াতের হরতালের মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
১৯ নভেম্বর, রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব দিকের গেইটে ওই বিস্ফোরণ ঘটে বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন জানান।
ককটেল বিস্ফোরণের পরপর কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখানে একজন কর্মীর হাত থেকে রক্ত ঝরতে দেখা যায়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, কারা এটা করেছে বিষয়টি আমরা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানার চেষ্টা করছি।
প্রসঙ্গত, আওয়ামী লগের এ কার্যালয়েই গত দুদিন ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কাজ চলছে। ফলে কার্যালয় ও এর আশপাশে দিনভর নেতাকর্মীদের পদচারণায় সরগরম থাকছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]