বাংলাদেশ কোস্ট গার্ড জীবিত উদ্ধার করেছে ৪ জেলেকে
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৩০
বাংলাদেশ কোস্ট গার্ড জীবিত উদ্ধার করেছে ৪ জেলেকে
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকা থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।


১৯ নভেম্বর, রবিবার বেলা ১১টায় কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকা থেকে একটি ইঞ্জিন বিকল ফিশিং বোট থেকে জেলেদের উদ্ধার করে।


জানা যায়, ভাসতে থাকা বোটের কাছাকাছি টহল দল পৌঁছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং শুকনো খাবার প্রদান করা হয়।


পরবর্তীতে জেলেদের বিকল হওয়া বোট সহ কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসা হয়।


জেলেরা জানায় যে, তারা গত ১৬ নভেম্বর ২০২৩ মাছ ধরার উদ্দেশ্যে বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে সমুদ্রে যায়। গত ৩ দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেরা সকলেই বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com