নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ফেব্রুয়ারিতে
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ২৩:১৪
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ফেব্রুয়ারিতে
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'আবার জমবে মেলা প্রাণের প্রাঙ্গণে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার হাইমচরের ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারির ৯ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে।


শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টন (জাতীয় ক্রীড়া পরিষদ ভবন) পুস্পদাম পার্টি সেন্টারে আলোচনা সভা ও প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানা যায়।


অনুষ্ঠানে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মো. আকতার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও পুনর্মিলনী ২০২৪ উদযাপন কমিটির আহৃবায়ক মো. ফায়কুজ্জামান বাদশা।


এ সময় প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রেস ব্রিফিংয়ে ফায়কুজ্জামান বাদশাহ জানান, পুর্নমিলনীতে শুধুমাত্র বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা। এসএসসি ২০২২-২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ১৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ২৫ নভেম্বর ২০২৩ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি ২০২৪।


অনুষ্ঠান সূচির বিষয়ে আরও জানান, আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় বিদ্যালয় ক্যাম্পাসে আইডি কার্ড ও গিফট ভাউচার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে, তা চলবে শনিবার দিনব্যাপী।


যোগাযোগ:
ফেসবুক গ্রুপ: Ex-Students' Association Of Nilkamal OsmaniaHigh School
ওয়েবসাইট : http://www.ex-sa-nohs.org/


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com