ঝিনাইদহে শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০১
ঝিনাইদহে শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে শিক্ষার্থী গণধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত।


বুধবার (৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।


মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে খালার বাড়িতে থেকে ওই শিক্ষার্থী শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করত।


স্কুলে যাওয়া আসার পথে ওই এলাকার বখাটে মফিজুর রহমান, রিংকু ও মিঠু প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়া ২০১১ সালের ১৮ মার্চ রাতে শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশে গণধর্ষণ করে।


পরে ২১ মার্চ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষার্থীর খালা মর্জিনা খাতুন বাদী হয়ে ৩ জনের নামে সদর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ওই বছরের ৮ আগস্ট পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আসামী বড়কামারকুন্ডু গ্রামের কাওসার মৌলভীর ছেলে মফিজুর রহমান, মজিবর রহমানের ছেলে মিঠু হোসেন ও দরিগোবিন্দপুর গ্রামের ছব্দুল হোসেনের ছেলে রিংকু হোসেন। এদের মধ্যে রিংকু পলাতক রয়েছে।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com