রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ভাঙচুর, দুই পিকেটার গ্রেফতার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১৬:০৬
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ভাঙচুর, দুই পিকেটার গ্রেফতার
রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবরোধের সমর্থনে রাজশাহীর পুঠিয়ায় একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।


৮ নভেম্বর, বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের মাঝখানে মোটরসাইকেল নিয়ে একদল যুবক জড়ো হয়। তারা নাটোরের দিক থেকে এসেছিল। এসময় রাজশাহী-রংপুর রুটে চলাচল করা একটি বাস শিবপুর বাজার এলাকায় পৌঁছলে তারা বাসের সামনের দিকে গিয়ে কাঁচ ভাঙচুর শুরু করে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তারা কেউ হতাহত হননি। এরইমধ্যে পিকেটাররা আরও দুটি ট্রাক ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা সেখানে যান। এসময় স্থানীয়রা বাধন ও মুকুট নামে দুই যুবককে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন। পরে তাদের পুঠিয়া থানায় নিয়ে যাওয়া হয়।


এ বিষয়ে পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুঠিয়ার প্রায় সব রাস্তায় জোরদার করা হয়েছে পুলিশি টহল। আর আটক দুই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন ওসি রফিকুল।


বিবার্তা/সোহানুর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com