সাভারে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৪:০২
সাভারে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে প্রকাশ্যে ডিমের আড়তে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।


সংবাদ সম্মেলনে তিনি জানান, গেল মাসের ১৫ তারিখে সাভার পৌর এলাকার ছায়াবিথী আমতলা মোড়ে নুরুল ইসলাম রবিউল নামের এক ব্যবসায়ীর ডিমের আড়তে দুই ডাকাত প্রকাশ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে ওই ব্যবসায়ী ও তার কর্মচারীকে জিম্মি করে ক্যাশ থেকে নগদ এক লক্ষ ৩৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় ডাকাতি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে এঘটনায় ওই ব্যবসায়ী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে মোহাম্মদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


এসময় তার কাছ থেকে একটি চাইনিজ চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। দুপুরে আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


পুলিশ সুপার আরও বলেন, এঘটনায় অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে।


পরে পুলিশ সুপার সাভার মডেল থানায় একজন ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে নিলামের মাধ্যমে সাভার, আশুলিয়া ও ধামরাই থানার জব্দকৃত নিষ্পত্তি হওয়া মালামাল বিক্রি করেন।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com