কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সুধী সমাবেশ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১২:১৩
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সুধী সমাবেশ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (০৪ নভেম্বর) সকালে পুলিশ লাইনস এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনসে এসে শেষ হয়। পরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।


পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।


এসময় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আ.লীগের সভাপতি রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আ.লীগের সহসভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী।


এসময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধীকে চিহ্নিত করা, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। পুলিশ এক্ষেত্রে শতভাগ সফল হয়েছে।


বক্তারা আরো বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং অনেক কমেছে। এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের আরও কাজ করতে হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com