বগুড়ায় অবরোধে বিএনপি-পুলিশ-আ. লীগ সংঘর্ষ, গাড়িতে আগুন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৫:০১
বগুড়ায় অবরোধে বিএনপি-পুলিশ-আ. লীগ সংঘর্ষ, গাড়িতে আগুন
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি ও জামায়াতের ডাকা ৩দিনে অবরোধ কর্মসূচির প্রথম দিনে বগুড়ায় ব্যাপক সংঘর্ষ ও গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।


৩১ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া শহরের অদূরে বনানী এলাকার মহাসড়কে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা।


এসময় পুলিশ বাধা দিলে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমূখী সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষ শুরু হলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় বিএনপি ও ছাত্রদের কমপক্ষে ১০ জন আহত ও গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল নেতা নাহিদুজ্জামান মামুন। এসময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।


এদিকে প্রায় একই সময়ে বগুড়া সদরের বাঘোপাড়া ও মাটিডালিতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে বিএনপির নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে বাঘোপাড়া বন্দরে এজে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।


জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এই সরকার লুট করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। এর থেকে এ দেশের মানুষ মুক্তি চায়। সেই কারণে তিনদিনের অবরোধ দেয়া হয়েছে আমরা জনগণকে বলতে চাই, এই তিনদিন আপনারা একটু কষ্ট করুন। এই কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশে সুফল বয়ে আনবে।


বিবার্তা/রাহেনুর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com