মোংলা-খুলনা রেললাইনে চলাচল করছে পরীক্ষামূলক ট্রেন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ২০:৫০
মোংলা-খুলনা রেললাইনে চলাচল করছে পরীক্ষামূলক ট্রেন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা-খুলনা রেল লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে।


৩০ অক্টোবর, সোমবার বিকাল ৪টায় খুলনার ফুলতলা স্টেশন থেকে পরীক্ষামূলক এই ট্রেনটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।


ট্রেনটিতে তিনটি পণ্যবাহী কোচ এর সঙ্গে ছিল চারটি যাত্রীবাহী কোচ।


মোংলা-খুলনা রেললাইনের প্রকল্প পরিচালক আরিফুজ্জামান বলেন, মোংলা সমুদ্রবন্দরকে দেশের রেল লাইনে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে ২০১০ সালে উদ্যোগ গ্রহণ করা হয়।


২০১৬ সালে শুরু হওয়া প্রকল্পে কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালে। কিন্তু নানা প্রতিকূলতার কারণে পাঁচ বার সময় বাড়িয়ে কাজ শেষ হয়েছে। আর এ প্রকল্পে রূপসা নদীর উপর ৫ দশমিক ১৩কিলোমিটার রেলসেতু ও ১০৭টি ছোট বড় সেতু নিয়ে ৯টি আন্ডার পাস এর কাজ শেষ হয়েছে।


মোংলা বন্দর থেকে খুলনার ফুলতলা পর্যন্ত ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার দূরত্বের বেশি ভাগ অংশে ডাবল লাইন হিসেবে ৯১ কিলোমিটার রেললাইন বসেছে।


পরীক্ষামূলক ট্রেনটি আজ বিকাল ৪টা সময় ফুলতলা থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সময় মোংলা স্টেশনে পৌঁছে। মোংলা-খুলনা রেললাইনটি এখন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন এর অপেক্ষা রয়েছে।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com