পঞ্চগড়ে ঢিলেঢালা হরতাল পালিত
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:৪৯
পঞ্চগড়ে ঢিলেঢালা হরতাল পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোন রকম পিকেটিং ছাড়াই পঞ্চগড়ে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। যাত্রীবাহী লোকাল বাস, ট্রাক ও দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বিআরটিসি, ট্রেন, অটোরিক্সা, টেম্পু চলাচল স্বাভাবিক ছিল। তবে যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। প্রতিনিদিনের ন্যায় দোকান পাটও স্বাভাবিকভাবে খোলা ছিল। হরতাল আতংঙ্কে শহরে সাধারণ লোকজনের উপস্থিতি কম ছিল।


সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। র‌্যাব ও পুলিশের টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল
পুলিশ।


জেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলেও তাদেরকে রাস্তায় নামতে দেয়া হয়নি এমন অভিযোগ করছেন বিএনপির নেতা-কর্মীরা।
হরতালকে কেন্দ্র করে কোন প্রকার গ্রেফতার ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাদা পোষাকে মাঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। কেউ যদি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে সে যেই হোকনা কেন তাকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com