ভৈরবে ট্রেন দুর্ঘটনা: বাড়ছে লাশের সারি, ট্রেনে আটকা অনেকে
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:০১
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: বাড়ছে লাশের সারি, ট্রেনে আটকা অনেকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।


২৩ অক্টোবর, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। ট্রেনের বগির ভেতরে এখনো অনেকে আটকা পড়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসা দমকল বাহিনীর কর্মীরা ট্রেনের বগির ভেতর থেকে একের পর এক মরদেহ বের করে নিয়ে আসছেন। পরে সেগুলো কাপড়ে মুড়িয়ে রাখা হচ্ছে। সময় যতই বাড়ছে লাশের সংখ্যা ততই বাড়ছে। আটকেপড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় প্রশাসন ও স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।


গুরুতর আহত হয়ে অনেককে কাতরাতে দেখা গেছে ট্রেনের ভেতরে। উদ্ধার করার জন্য করছেন আকুতি। কারও আবার ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। শুরুতে হতাহতের সংখ্যা এত বেশি হবে তেমন ধারণা কেউ করতে না পারলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাশের সারি লম্বা হচ্ছে।


বিকেল তিনটার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। শুরুতে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধারে অংশ নেয়। পরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম উদ্ধারকাজে অংশ নেন।


উদ্ধারকাজে ঢাকা থেকে উদ্ধারকারী রি‌লিফ ট্রেন ভৈরবের উদ্দেশে রওনা দিয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।


স্থানীয়রা জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ তিনটি বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। আর তিনটি বগি দুমড়েমুচড়ে যায়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com