বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১৫:০৫
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর ফলে সাগর উত্তাল রয়েছে।


আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ একটানা ৫০-৬০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে।


এদিকে গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকাজুড়ে আকাশ কখনো মেঘাচ্ছন্ন ও কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে বন্দরের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com