পঞ্চগড়ে সামাজিক সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ২০:১৩
পঞ্চগড়ে সামাজিক সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার বিপুল সংখ্যক নারী পুরুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এনেছে। ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। এসময় সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূল কর্মসূচি তুলে ধরে আগামীতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।


অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় জানান, এ ইউনিয়নের পাঁচ হাজার ৪০৬ জন নারী পুরুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে বয়স্ক ভাতা ৭৫০ জন, বিধবা ভাতা ৫৮৯ জন, মাতৃত্ব ভাতা ৩৬৯ জন, মুক্তিযোদ্ধা ভাতা ১৯ জন, প্রতিবন্ধী ভাতা ২৭৫ জন, ভিডব্লিউভি ভাতা ২৬২ জন প্রতি মাসে ৩০ কেজি চাল, চা শ্রমিক ভাতা পাঁচ জন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১১৪০ জনকে বছরে পাঁচ বার ৩০ কেজি করে চাল, ভিজিএফ কর্মসূচির আওতায় ১৮০০ জন দুটি ঈদে ২০ কেজি চাল, ৪০ দিনের কর্মসূচির আওতায় ১০২ জন, বীর নিবাস ও আশ্রয়ন কর্মসূচির আওতায় ৯৫ জন এবং টিসিবির আওতায় ১৬২৫ জন সুবিধা পাচ্ছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com