কুড়িগ্রামে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও জি আর চাল বরাদ্দ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৬:১৮
কুড়িগ্রামে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও জি আর চাল বরাদ্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও জি আর চাল বরাদ্দ দেয়া হয়েছে।


১৬ অক্টোবর, সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান সহ সদর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ।


সভায় সদর উপজেলার ৭৮টি মণ্ডপে ৫০০ কেজি করে জিআর চালের ডিও বিতরণ করা হয়। সেই সাথে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা রক্ষায় সকল মন্দির কমিটিকে বিশেষ নির্দেশনা দেয়া হয়।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com