কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ পুলিশের এসআই
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ২০:৫৭
কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ পুলিশের এসআই
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক ট্রন্সফরমার বিস্ফোরণ হয়ে পুলিশের এক এসআই মারাত্মক দগ্ধ হয়েছেন।


১৩ অক্টোবর, শুক্রবার ভোরে উপজেলার এলেঙ্গা পৌরসভার উৎসব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।


দগ্ধ ওই পুলিশের এসআই'র নাম মো.মুনসুর আলী। তিনি কালিহাতী থানায় কর্মরত।


কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, শুক্রবার ভোরে উৎসব ফিলিং স্টেশনের সামনে "ইউরেনিয়াম ফুয়েল" বহনের নিরাপত্তার ডিউটি করছিলেন পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মুনসুর।


এসময় ফিলিং স্টেশন সংলগ্ন তিন তলা বিল্ডিংয়ের ছাদে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়।


বিস্ফোরণের ফলে আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে পড়লে সারা শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। পাশেই ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।


তিনি আরও বলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক উৎসব ফিলিং স্টেশনের পাশে রাউন্ড ডিউটিতে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ছাদে গিয়ে আগুন নিভাতে সক্ষম হন। আহত অবস্থায় এসআই মনসুরকে দ্রুত টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়।


বিবার্তা/ইমরুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com