শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ২০:০৩
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী কর্তৃক শারীরিকভাবে শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষী ব্যক্তিকে গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিতের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) খুলনা অঞ্চল কমিটির আহ্বানে এবং জেলা কমিটির ব্যবস্থাপনায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে সর্বস্তরের শিক্ষকদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাসমাশিস খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন খুলনা অঞ্চল বাসমাশিসের সভাপতি মমতাজ খাতুন।


মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক নেতা মমতাজ খাতুন বলেন, ‘সারাদেশে বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আপনারা জানেন গত রবিবার (৮ অক্টোবর) ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা এর সহকারী শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ে চলমান নির্বাচনী পরীক্ষায় দায়িত্ব পালনকালে একজন শিক্ষার্থী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হন। এটি শিষ্টাচার বহির্ভূত কাজ। শিক্ষকের উপর এহেন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না।


তিনি আরও বলেন, ‘এমন ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। একইসাথে শিক্ষক লাঞ্ছিত করার সাথে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় সারা বাংলাদেশের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হবো।’


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাকামী মাকছুদা, দিলদার আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুহিন জাহান চৌধুরী, খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা দুলালী দাস, সেনহাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বরকানন্দ ইউনিয়ন (বি.কে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, বাসমাশিস খুলনা জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, দৌলতপুর মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা খাতুন ছোট্টমনি প্রমুখ।


মানববন্ধনে খুলনা জেলা বাসমাশিসের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সালাহ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুজ্জামান, বাসমাশিস খুলনা অঞ্চল কমিটির কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ঝর্ণা, অঞ্চল কমিটির সদস্য আশীষ কুমার সরকার, সরকারি ইকবালনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লস্কর সোহেল রানা, বাসমাশিস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিটের সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেনসহ খুলনা নগরীর ও জেলা সদরের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমজে/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com