ব্যাটারিচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৪
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৮:০৬
ব্যাটারিচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৪
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারিচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টার সময় ধারালো ছুরিসহ অপরাধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


৭ অক্টোবর, শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন।


গ্রেফতার ছিনতাইকারীর হলেন, গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের কায়ছার মিয়ার পুত্র কল্লোব মিয়া (২০), মৃত লাল মিয়ার পুত্র আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের পুত্র নাজমুল হাসান বোনাস (১৯)।


সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় গ্রেফতারকৃতরা যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত মিশুক অটো নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া ওই মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।


পুলিশ সুপার কামাল হোসেন আরো বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে সন্ধ্যার দিকে ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নিয়ে একটি নির্জন স্থানে চালককে ধারালো ছুরি দিয়ে মৃত্যুর ভয়ভীতি প্রদর্শনসহ কিলঘুষি মেরে মিশুকটি নিয়ে পালিয়ে যায় মর্মে স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানা প্রমুখ।


বিবার্তা/আ.খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com