হিলিতে বাইসাইকেল শিক্ষা উপকরণসহ অনুদানের চেক প্রদান
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৯:০৯
হিলিতে বাইসাইকেল শিক্ষা উপকরণসহ অনুদানের চেক প্রদান
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল শিক্ষা উপকরণ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের অধীনে ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন স্থানীয় জাতীয় সংসদ শিবলী সাদিক এমপি।


বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও অনুদানের চেক প্রদান করা হয়েছে।


হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।


আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, হাকিমপুর হিলি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী, আব্দুল লতিফ মাষ্টারসহ আরও অনেকে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।


আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর ১২০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে, স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, খাতা কলম বিতরণ করা হয়। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। পরে সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলার ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৩৬ জন ব্যক্তির মাঝে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।


বিবার্তা/রাব্বানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com