তিস্তার পানি দ্রুত বাড়ছে, কুড়িগ্রামে ফের বন্যা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ২০:৫০
তিস্তার পানি দ্রুত বাড়ছে, কুড়িগ্রামে ফের বন্যা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে আজ (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পানি দ্রুত বৃদ্ধির ফলে তিস্তা নদের পানি আজ রাতেই বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন।


পানি উন্নয়ন বোর্ড সূত্রে, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) এর তথ্যমতে, ভারতের উত্তর সিকিম এ তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গজলডোবা পয়েন্টে পানিসমতল বিগত মধ্যরাত হতে আজ সকাল পর্যন্ত প্রায় ২৮৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে পানি সমতল প্রায় ১১০ সেন্টিমিটার। তিস্তা নদী দোমুহুনী পয়েন্টে আজ ভোর হতে প্রায় ১১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে ধীরগতিতে পানি হ্রাস পাচ্ছে এবং পানি সমতল প্রায় ৮৫ সেন্টিমিটার।


ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেয়া হয়েছে। ফলে ভারতীয় অংশে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। ঢলের ওই পানি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদে পানি দ্রুত প্রবেশ করছে। এই অবস্থায় উত্তরের জেলা কুড়িগ্রামে তিস্তা নদীর তীরবর্তী কুড়িগ্রামের ঘড়িয়াল ডাঙ্গা, বুড়িরহাটসহ নানা এলাকাসমূহ ক্রমাগত প্লাবিত হচ্ছে।


বুধবার (৪অক্টোবর) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের তিস্তা নদী কাউনিয়া পয়েন্টের পানি সমতল ২৮.২৮মি. (বিপদসীমার ৪৭সেন্টিমিটার নিচে)। কাউনিয়া পয়েন্টে পানিসমতল আগামীকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিপদসীমা (২৮.৭৫ মি.) অতিক্রম করতে পারে। এর ফলে আগামী ২৪ঘন্টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা নদী তীরবর্তী এলাকাসমূহে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের বরাত দিয়ে পাউবো জানায়, ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তার পানির সমতল গত মধ্যরাতে প্রায় ২৮৫ সেন্টিমিটার বেড়েছে। দোমুহুনী পয়েন্টে বুধবার সকালে প্রায় ৮২ সেন্টিমিটার বেড়েছে এবং তা অব্যাহত আছে। প্রবল বৃষ্টিতে সিকিমে আকস্মিক বন্যা এবং ২৩ ভারতীয় সেনা নিখোঁজ হয়েছে।


কুড়িগ্রাম পাউবো আরও জানায়, তিস্তার পানি ডালিয়া পয়েন্টে সকাল থেকে দ্রুত বাড়ছে এবং তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে আজ রাতে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেয়া হয়েছে। ফলে ভারতীয় অংশে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে এবং বাংলাদেশের কুড়িগ্রাম জেলা তিস্তা নদীর পানি আজ রাতেই বিপৎসীমার ৪০ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করছি। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com