
ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ডেমরা থানার পাইটি মৌজার প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ নং খাস খতিয়ানের সিটি ৬০০৯ দাগের ৩৩ শতক খাস জায়গা উদ্ধার করা হয়।
বুধবার, ৪ অক্টোবর ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) নূরজাহান আক্তার সাথীকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খাসজমি উদ্ধার করে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।
কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবত এ জায়গা দখল করে মাছ চাষ করে আসছিলেন। খবর পেয়ে ডেমরা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। এসময় ডেমরা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, তহসিলদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ' জেলা প্রশাসন ঢাকার চলমান খাস জমি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়, ঢাকা জেলায় আরো বড় পরিসরে এই অভিযান পরিচালনা করা হবে, সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।'
বিবার্তা/রাসেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]