টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আজমত আলী নামের এক সিএনজি চালক নিহত হয়েছে।
২ অক্টোবর, সোমবার দুপুরে উপজেলার হাতিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সিএনজি চালক উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর পূর্বপাড়া গ্রামের মাজম ফকিরের ছেলে মো. আজমত আলী (৬৫) বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর আশরাফ জানান, সোমবার দুপুরে আজমত আলী সিএনজি নিয়ে হাতিয়া রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজমত মারা যান।
তিনি আরও জানান, ওই সিএনজিতে চালক ব্যতীত কোন যাত্রী ছিলো না।
খবর পেয়ে আজমতের পরিবারের লোকজন মরদেহ ও সিএনজিটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বিবার্তা/ইমরুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]