ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ ধরার সময় পানির স্রোতে তলিয়ে যান হারিছ মিয়া (১৯) নামে এক তরুণ। দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় কুকুরিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে উপজেলা কুন্ডা ইউনিয়নের পাশে আকাশি বিলে মাছ ধরতে যান হারিছ মিয়া। বাড়িতে ফেরার পথে সকাল সাড়ে ৯টার দিকে কুকুরিয়া খাল পার হওয়ার সময় ভাঙা ব্রিজ এলাকায় প্রবল স্রোতে পানিতে ভেসে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার অভিযান চালিয়ে খাল থেকে তরুণের মরদেহ উদ্ধার করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, দমকল বাহিনীর সদস্যরা দু'ঘণ্টার চেষ্টায় তরুণের মরদেহ উদ্ধার করে। মরদেহটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]