শিরোনাম
বনানীতে কানে মুঠোফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৭:১০
বনানীতে কানে মুঠোফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বনানী কবরস্থানের পাশে রেল লাইনে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছে।


রবিবার (১অক্টোবর) বিকাল সারে ৫টার দিকে র্দুঘটনাটি ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সোমবার আজ দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। তিনি জানান, মৃত রফিকুলের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী এলাকায়। রাজশাহীতে সরকারি পোষ্ট অফিসে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন।


তিনি আরোও বলেন, নিহত ব‍্যাক্তির পরিচিত লোক জনদের সাথে কথা বলে জানতে পারি, রফিকুল ইসলাম অফিসের কাজের জন্য দুই দিন আগে ঢাকায় আসেন। গতকাল বনানী কবরস্থানের পাশের রেললাইনে মোবাইলে কথা বলতে বলতে হেটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা তারাকান্দাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।


পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে তারা আসতেছেন বলে তিনি জানান।


বিবার্তা/বুলবুল/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com