
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্নে হাসিনা মমতাজ (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে দগ্ধ ৪ জনই মারা গেলেন।
বুধবার( ২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে ১০ টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আনা হয়।
দগ্ধরা হলেন- হাসিনা মমতাজ (৫৫),তার মেয়ে কানিজ ফাতেমা নিপা (২৫), সোহান (৪৫) ও তার স্ত্রী সায়মা আক্তার চায়না (৪০)। এদের মধ্য তিন জনের ১০০ শতাংশ দগ্ধ হয়ে ছিল। শুধু হাসিনা মমতাজের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, গত ২৩ সেপ্টেম্বর আড়াইহাজার থেকে নারী পুরুষসহ দগ্ধ চারজন আমার এখানে এসেছিল। আজ সকালে হাসিনা মমতাজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল,এই নিয়ে চারজনই মারা গেলেন।
বিবার্তা/ বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]