
ময়মনসিহের ভালুকায় কাভার্টভ্যান চাপায় আব্দুস সামাদ (৩৫) নামে এক মোটসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই উৎপল কুমার দাস জানান, সকালে ঢাকাগামী একটি কাভার্টভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী আব্দুস সামাদ ছিটকে মহাসড়কের পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আব্দুস সামাদ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়মোহন গ্রামের আজিজুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় এনে নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দূর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তাদের হেফাজতে রয়েছে। তবে কাভার্টভ্যানটিকে জব্দ করা সম্ভব হয়নি।
বিবার্তা/ সাজ্জাদুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]