সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৭
সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে নেত্রকোণা-১ আসন থেকে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


২৫ সেপ্টেম্বর, সোমবার দিনব্যাপী পৌর শহরের দক্ষিনপাড়া অটো রাইস মিল চত্বরে মরহুমের কন্যা, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের আয়োজনে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, কাঙালিভোজ, স্মরণ সভা, শোকর‌্যালী, দোয়া মহফিল হয়৷


স্মরণ সভায় ঝুমা তালুকদারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছালাম ও সহকারী প্রধান শিক্ষক আজিজুল খান রাসেলের সঞ্চালনায় মরহুমের জীবনীর উপর আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, পৌর মেয়র আলহাজ মাও. আব্দুস সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, উপজেলা আ.লীগের সভাপতি উসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে মাসুদ, আওয়ামী লীগ নেতা সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, মো. আলী আসগর প্রমুখ।


বক্তারা বলেন, উত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ জননন্দিত নেতা এমপি জালাল উদ্দিন তালুকদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ হত্যা নিয়ে দীর্ঘসময় অতিবাহিত হলেও প্রকৃত দোষীরা এখনো অধরাই থেকে যাচ্ছে। আমরা প্রকৃত দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।


উল্লেখ্য, সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর নিজ বাসভবনে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com