শিরোনাম
"চলমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে উন্নয়ন অব্যাহত রয়েছে"
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০
নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফলশ্রুতিতেই দেশের চলমান শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও উন্নত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো সহ সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে চাইলে আগামীতেও দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।


আজ (২১ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে ২ কোটি ৭৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


লক্ষীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার প্রমুখ।


বিবার্তা/জনি/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com