
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় জেলা পুলিশের টি এস আই জামাল উদ্দিন (৫৬) নিহত হয়েছে।
২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত টি এস আই জামাল উদ্দিন টাঙ্গাইল জেলার সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশে টিএস আই পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে টি এস আই জামাল উদ্দিন উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর কার্যালয় এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তর-বঙ্গগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন। পরে পিছন থেকে আসা আরো একটি মাছের পিক-আপ ভ্যান থামানোর চেষ্টা করলে পিক-আপ ভ্যানটি নিয়ন্ত্রণে আনতে না পেরে ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে ওই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়। পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে পিকআপ চাঁপায় জেলা পুলিশের টি এস আই জামাল উদ্দিন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে ও পিকআপ এর চালক-কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/তুহিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]