
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ১.৩০ মিনিটে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের মো. শহিদুল ইসলামের বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার রায়পুর এলাকার দিয়ানত শেখের ছেলে আব্দুল আওয়াল রুমন (২৩), খাট্টাগ্রাম এলাকার ইউসুফ ফকিরের ছেলে মো. শাওন ফকির (১৯), রায়পুর এলাকার মৃত সোরহাব শেখের ছেলে মো. কাছেদ শেখ (২৩)।
বালিয়াকান্দি থানার এস আই রাজিব বলেন, গত রাতে জামালপুরের বেতেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]