
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফাইম আহাম্মেদ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নতুন কোলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মৃত ফাইম আহাম্মেদ স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও নতুন কোলা গ্রামের জামান হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে কোলার গ্রামের মাঠে ঘাস কাটতে যায় ফাইম আহাম্মেদ। ঘাস কাটার এক পর্যায়ে মাঠে পড়ে থাকা মটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
কাজিরবেড় ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]