
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সাব মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উখিয়া ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ১৮নং ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্বে ছিলেন। হত্যার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি।
তিনি জানান, নিহত আয়ুব মাঝি আরসা বিরোধী ছিল। আজ বিকেলে নিজের ঘরে ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]